পাওয়ার ফুটবল কাকে বলে?

 


ফুটবল দুই ধরণের হয়।


১. শৈল্পিক ফুটবল ২. পাওয়ার ফুটবল


পাওয়ার ফুটবল বলতে বোঝায় গতি আর শক্তি দিয়ে ফুটবল খেলা। বিশেষ করে ইউরোপের দলগুলো যেভাবে খেলে।


আর শৈল্পিক ফুটবল হলো ছোট ছোট পাস, ড্রিবলিং এর নান্দনিকতায় ফুটবল। যা দেখা যায় ল্যাটিন আমেরিকার ফুটবলে৷


একটা সময় ছিলো যখন শৈল্পিক ফুটবলের রাজত্ব ছিল। ল্যাটিন আমেরিকার দেশগুলো তাদের শৈল্পিক ফুটবলের জন্যই জনপ্রিয় । স্বতন্ত্র ফুটবল প্রদর্শনী আর ছোট ছোট পাসে দুর্দান্ত ফুটবল বিমোহিত করতো সবাইকে। দেশ-বিদেশে সেই দেশগুলোর সাপোর্টারই বেশি এই কারণেই। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করছেন সেই কারণেই।


ম্যারাডোনা, পেলে, রোনালদো (ব্রাজিল) , রোনালদিনহো বলপায়ে ফুটবল শৈলী / ফ্রি স্টাইল দেখানোর বস ছিলেন তাঁরা। আর তাদের রক্ত ধারণ করছেন - মেসি, নেইমার, কুতিনহো, ক্যাসিমিয়েরোরা। যার কারণে তাঁরা সারা দুনিয়ার ফুটবল প্রেমীদের মন জিতেছেন।


তবে, ধীরে ধীরে ফুটবলের রক্তে ঢুকে গেছে গতি আর শক্তি। গতি আর শক্তি নির্ভর খেলাগুলো টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবলকে। আর সেজন্যই ২০০২ এ ব্রাজিল আর ২০১৪ তে আর্জেন্টিনা ছাড়া কোন দলই ফাইনালে জায়গা করতে পারে নি।


বর্তমান ফুটবল অনেক বেশি গতিনির্ভর আর শক্তি নির্ভর। ইউরোপের দলগুলোতে মেসি-নেইমারদের মতো সুপারস্টার না থাকলেও দলগুলো অনেকবেশি টিম ওয়ার্কে সফল। এমন না যে, ব্রাজিল-আর্জেন্টিনার টিম ওয়ার্ক ভালো নয়। কথা হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে জিততেই হবে যেকোনভাবেই জিততে চায়। গতি-শক্তির মাধ্যমে দলীয় ফুটবল প্রদর্শন করে ম্যাচ বের করে নিয়ে আসছে। কে গোল করছে তাতে কোনও আসে যায় না তাদের। জয় চাই যেভাবেই হোক । টেকটিকসের দেখলেই বুঝবেন-পাওয়ার ফুটবলের মাধ্যমে গোল করে রক্ষণভাগ শক্তিশালী করে জমাটবদ্ধ খেলা খেলে থাকে। আর পাওয়ার ফুটবলের রাজা বলা জয় জার্মানি কে।


তো আমার যা মনে হয়, বর্তমানে ল্যাটিন আমেরিকার ফুটবলেও পাওয়ার ফুটবল প্রয়োজন। কারণ দিন শেষে জয়ই সব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ