কাশিমপুর কারাগার থেকে আদালতে পরীমনি

 


পরীমনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ চিত্রনায়িকাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার আদালতে পরীমনির রিমান্ড ও জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় পরীমনির জামিন শুনানি হওয়ার কথা ছিল বুধবার।

এ দিন দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট ‘বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ