ভারতকে আবারও সর্বনিম্ন রানের লজ্জা দিল নিউজিল্যান্ড

 



বোলারদের নৈপুণ্যতায় ভারতকে আরও একবার সর্বনিম্ন রানের লজ্জা দিলো নিউজিল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসরে কিউইদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো এই লজ্জায় ডুবলো বিরাট কোহলিরা। এর আগে সবশেষ আসরে ভারতের মাটিতে কোহলিদের ৭৯ রানে আটকে রাখার রেকর্ডটাও কিউইদের দখলে।

আজ রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান তোলে ভারত। ব্যাট হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ২৬ রান তোলেন রবীন্দ্র জাদেজা। বল হাতে চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট।


টসে হেরে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি ভারতের। রোহিত শর্মার জায়গায় ওপেনিংয়ে আসেন ইশান কিষাণ। তৃতীয় ওভারের পঞ্চম বলেই এই ওপেনারকে ফেরান ট্রেন্ট বোল্ট। ৮ বলে করেন মাত্র ৪ রান। পরের বলে নতুন ব্যাটসম্যান রোহিতকেও ফেরাতে পারতেন তিনি। কিন্তু লং লেগে থাকা এডাম মিলনে ক্যাচটি ঠিকভাবে হাতে রাখতে পারেননি।

জীবন পাওয়া মিলনেকে পরের ওভারে চার ছক্কা হাঁকিয়েও ইনিংস বড় করতে পারেননি রোহিত। ইশ সোধির বলে মার্টিন গাপটিলের তালুবন্দি হন তিনি। ১৪ বলে এক চার ও এক ছক্কায় ১৪ করেন তিনি। অবশ্য এর আগে টিম সাউদির শিকার হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। এই ওপেনারের ব্যাট থেকে ১৬ বলে ১৮ রানের সংগ্রহ পায় ভারত।

দলের বিপর্যয়ে আজ কার্যকর কিছু করতে পারেনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৭ বল উইকেটে টিকে থেকেও রান তোলেন মাত্র ৯। সৌধির বল ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে থাকা বোল্টের হাতে তুলে দেন কোহলি।


মানসিক চাপে বিপর্যয় ভারতের ব্যাটিং লাইনআপকে ঠিকই ভুগিয়েছে কিউই বোলাররা। অধিনায়কের বিদায়ের পর ঋষভ পান্তের সঙ্গে ২২ রানের জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। এই জুটিকে থামিয়ে ভারতকে আরও চেপে ধরে কিউইরা। ১৯ বলে মাত্র ১২ রান করে মিলনের শিকার হন পান্ত।


১৯তম ওভারের প্রথম বলে বোল্টকে ছয় হাঁকাতে গিয়ে লংঅফে গাপটিলের হাতে ধরা পড়েন পান্ডিয়া। ২৪ বলে এক বাউন্ডারিতে ২৩ করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে নতুন ব্যাটসম্যান শারদুল ঠাকুরকেও ফেরান বোল্ট।

শেষ ওভারে রবীন্দ্র জাদেজার ব্যাটে ১০৯ রানের পুঁজি পায় ভারত। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ